দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ১৫:৫৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ | ১৫:৫৭
অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন খালাসের আদেশ দেন।
জানা গেছে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর আলতাফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। তদন্তের পর কমিশন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শালের বিরুদ্ধে ২ দশমিক ৫৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ৫৯ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনে।
আদেশের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন গণমাধ্যমকে বলেন, তাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছিল এবং আদালত তাকে ন্যায়বিচার দিয়েছেন।
- বিষয় :
- দুর্নীতি
- খালাস
- বিএনপি
- স্বরাষ্ট্রমন্ত্রী
- আদালত