ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাংবাদিকদের আসিফ নজরুল

শুদ্ধতা রক্ষায় বিচারে দলের ইস্যু আনা উচিত নয়

প্রসিকিউশনে নিয়োগ পেলেন টবি ক্যাডম্যান

শুদ্ধতা রক্ষায়  বিচারে দলের ইস্যু আনা উচিত নয়

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪ | ০০:১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 
আগের দিন বুধবার উপদেষ্টা পরিষদের সভায় ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪’ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। শুরুতে রাজনৈতিক দলের বিচার নিয়ে আলোচনা হলেও পরে সেটি থেকে সরে আসে সরকার। 

গতকাল এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, সবাই মিলে চিন্তা করছি, বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত নয়।
ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কিনা– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে। তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে।
এ সময় আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। 

শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান পান্না
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। এ বিষয়ে তিনি বলেন, সুযোগ থাকলে বা সৃষ্টি হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াব। 
গতকাল বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনজীবী পান্না বলেন, গণহারে মামলার সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে।

নিয়োগ পেলেন টবি ক্যাডম্যান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে। 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে টবি ক্যাডম্যান লিখেছেন, ‘এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছি– আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।’ 
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন টবি ক্যাডম্যান। গত ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

কোনো পক্ষেই থাকতে চান না আইনজীবী সমাজী
পেশাগত মর্যাদাকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো পদে বা পক্ষে থাকতে চান না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ এহসানুল হক সমাজী। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে– এমন তথ্য গণমাধ্যমে এসেছে। যদি নিয়োগের খবর সত্য হয়, তাহলে আমার বক্তব্য হচ্ছে, পেশাগত মর্যাদা সমুন্নত রাখা ও সব প্রকার বিতর্ক এড়ানোর উদ্দেশ্যে এ পদে যোগদান না করাই সমীচীন। সার্বিক পরিস্থিতিতে ট্রাইব্যুনালে কোনো পক্ষে মামলা পরিচালনা না করাটাই শ্রেয়।

আরও পড়ুন

×