প্রথম আলোর সামনে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ

কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে বিশৃঙ্খলাকারীরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ২২:২৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ২২:৪০
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে যৌথ বাহিনীর সঙ্গে একদল বিক্ষোভকারীর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দিনভর সেখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেখানে যান চলাচল বিঘ্ন হয়। সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
গত কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রচার চালাচ্ছে একদল লোক। এর ধারাবাহিকতায় আজ প্রথম আলোর অফিসের সামনে ‘জিয়াফত’ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়।
সন্ধ্যায় সারাদেশ থেকে কারওয়ান বাজারে সবজিসহ নিত্যপণ্যবাহী গাড়ি আসার সময় হলে পুলিশ তাদের সরে যেতে সময় বেঁধে দেয়। এ সময় ওই ব্যক্তিরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। তখন পুরো কারওয়ান বাজারে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের অনেকে দোকান বন্ধ করে দেন। মেট্রোরেলের কারওয়ান বাজারে প্রবেশের অংশের ফটক বন্ধ করে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাঁশি বাজিয়ে সেখানে অবস্থানকারীদের সরানোর চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কি হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে কয়েকজন ইটপাটকেল ছুড়তে থাকেন। এক পর্যায়ে পুলিশ কয়েকজনকে লাঠিপেটা করে। কয়েকটি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দু’জনকে আটক করা হয়। রাত সাড়ে ৮টার দিকে ফের প্রথম আলোর কার্যালয়ের সামনে জড়ো হন ২৫–৩০ জন। তারা যৌথ বাহিনীর কাছে আটক দু’জনকে ছেড়ে দেওয়ার দাবি জানান।
সরেজমিন দেখা যায়, ‘জিয়াফত’ কর্মসূচি পালনের কথা বলে দুপুরের ১৫-২০ জনের একটি দল গরু নিয়ে প্রথম আলোর সামনে আসার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বেলা আড়াইটার দিকে তারা আবার সেখানে আসার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এর পর তারা কারওয়ান বাজারের ভেতরের প্রধান সড়কে বসে পড়ে এবং সেখানে একটি গরু জবাই করে। এর পর থেমে থেমে প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। সন্ধ্যার দিকে বিশৃঙ্খলাকারীর সংখ্যা বেড়ে ৫০-৬০ জনে দাঁড়ায়। সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা দফায় দফায় তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এর পরও তারা না সরলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরোধিতা করে এমন কর্মসূচি দিচ্ছেন একদল ব্যক্তি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। গত শুক্রবার ডেইলি স্টারের কার্যালয়ের সামনে জুমার নামাজ আদায় করতে দেখা যায় তাদের একটি অংশকে।
- বিষয় :
- রাজধানী
- আইনশৃঙ্খলা বাহিনী