ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

তাজরীন ট্র্যাজেডির এক যুগ

ভালোবাসার ফুলের সঙ্গে ক্ষোভ কান্নায় নিহতদের স্মরণ

ভালোবাসার ফুলের সঙ্গে ক্ষোভ কান্নায় নিহতদের স্মরণ

ফুল হাতে ক্ষোভ আর কান্নাকে সঙ্গী করে নিহতদের স্মরণ করেছেন স্বজনরা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ০৩:৩৪

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন্স গার্মেন্টে অগ্নিকাণ্ডের ঘটনার এক যুগ পূর্ণ হয়েছে গতকাল রোববার। ২০১২ সালের এই দিনে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মারা যান ১১২ শ্রমিক। অথচ এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি আলোচিত এই মামলার বিচার। এর মধ্যেই ভালোবাসার ফুল হাতে ক্ষোভ আর কান্নাকে সঙ্গী করে এদিন নিহতদের স্মরণ করেছেন স্বজন।  

গতকাল সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আহত ও নিহত শ্রমিক পরিবারের সদস্যরা পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশন্সের সামনে হাজির হন। এ সময় গার্মেন্টের মূল ফটক বন্ধ ছিল। পরে সেটি ভেঙে ভেতরে প্রবেশ করে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই। বিভিন্ন শ্রমিক সংগঠনের পাশাপাশি শিল্প পুলিশের পক্ষ থেকেও এ সময় শ্রদ্ধা নিবেদন করা হয়।  দীর্ঘ এক যুগেও হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ায় তাজরীন ফ্যাশন্সের মালিক দেলোয়ার হোসেনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও আহতরা।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, তাজরীনের অগ্নিকাণ্ডে হতাহতদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, যা দিয়েছে তা সহযোগিতা মাত্র। সরকারের পক্ষ থেকে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একটু ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশায় এখনও দিনের পর দিন প্রহর গুনছেন ক্ষতিগ্রস্তরা। আমরা চাই প্রত্যেক আহত শ্রমিক ও নিহতের পরিবার যেন ন্যায্য ক্ষতিপূরণ পায়। এ ছাড়া তাজরীনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করে তাদের বিনা খরচে চিকিৎসাসেবা প্রদান এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। 

এর আগে শনিবার সন্ধ্যায় বিচারের দাবিতে তাজরীন ফ্যাশন্সের সামনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে অংশ নেন নিহত শ্রমিকদের পরিবারের সদস্যসহ আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তিতে বৈষম্য নয় এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সব শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে শ্রমিক নিরাপত্তা ফোরাম। তাজরীন ট্র্যাজেডির এক যুগ পূর্তি স্মরণে এ মানববন্ধন করে সংগঠনটি। এর আগে সকালে জুরাইন কবরস্থানে তাজরীন অগ্নিকাণ্ডে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শ্রদ্ধা জ্ঞাপন ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিলসের নির্বাহী পরিচালক ও শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, স্কপের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সেকেন্দার আলী মিনা প্রমুখ।

আরও পড়ুন

×