ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডিইএব-এর পিডব্লিউডি শাখার আহ্বায়ক বিলাশ, সদস্য সচিব সাখাওয়াত

ডিইএব-এর পিডব্লিউডি শাখার আহ্বায়ক বিলাশ, সদস্য সচিব সাখাওয়াত

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ | ১৮:৫৬

পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম আমিরুজ্জামান বিলাশকে আহবায়ক ও সহকারী প্রকৌশলী (ই/এম) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে ডিইএব কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়, কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইউনুস আলী মোল্লা ও যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম ফিরোজ।

ডিইএব কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মো. সাইফুজ্জামান সান্টু ও মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেন। এই কমিটি আগামী ৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিবেন।

এস এম আমিরুজ্জামান বিলাশ সমকালকে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রকৌশলীরা গণপূর্ত অধিদপ্তরসহ সব জায়গায় অবহেলিত ছিল। আমরা প্রকৌশলীদের অধিকার রক্ষায় কাজ করব। আর যাচাইবাছাই শেষে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

আরও পড়ুন

×