আইইবির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা স্থগিত

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ২২:৪৬
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির ওপর কার্যক্রমের নিষেধাজ্ঞা আদেশ স্থগিত করেছেন চতুর্থ জজ আদালত।
বুধবার এক রায়ে এ আদেশ দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার চতুর্থ সহকারী জজ আদালত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির ওপর কার্যক্রমের নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
আইইবি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালতের ওই আদেশকে স্থগিত করে আইইবি কার্যক্রম চলমান রাখার আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর দেশের বিভিন্ন জায়গা থেকে আগত ১৮ শতাধিক প্রকৌশলীদের উপস্থিতিতে, আইইবি গঠনতন্ত্র অনুযায়ী এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ের মাধ্যমে নির্বাহী কমিটি গঠন করা হয়, যা প্রকৌশলীদের এবং প্রকৌশল খাতের কার্যক্রমকে গতিশীল রেখে দেশ গঠনের কাজে সহায়তা করে আসছে। তবে আওয়ামী মদদপুষ্ট একটি পক্ষ এর বিরুদ্ধে আদালতে যান।
- বিষয় :
- বাধার অভিযোগ
- নিষেধাজ্ঞা
- আদালত