ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৫:৫৪ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৭:৪০
নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় পরিকল্পা কমিশনের সদস্য করা হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের ২২ মে বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার।
২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়র দুই সপ্তাহের মধ্যে ওএসডি হলেন ইসি সচিব শফিউল আজিম।
- বিষয় :
- নির্বাচন কমিশন
- সচিব
- ওএসডি
- জনপ্রশাসন মন্ত্রণালয়