ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাংলাদেশ নিয়ে প্রতিবেদন

ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা

ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ২০:২১ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ | ২০:২৩

যুক্তরাজ্যের সংসদে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দুই সদস্যের তথ্য উপস্থাপন এবং দেশটির অল পার্টি পার্লামেন্ট গ্রুপের জুলাই–আগস্ট আন্দালনের পর মৃত্যুর ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে বুধবার বিকেলে দেশটির ঢাকার হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। 

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক- এর সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটিশ হাইকমিশনারকে ডেকেছিলাম। ছোট দুটি ঘটনা ঘটেছে। ২ নভেম্বর ব্রিটিশ সংসদের দুই সদস্য বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ওপর। সে বক্তব্যে কিছু ভুল তথ্য রয়েছে, সেটি হাইকমিশনারকে জানিয়েছি। এছাড়া ব্রিটেনভিত্তিক কিছু সংগঠন কিছু তথ্য তুলে ধরেছে, যাতে প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি।

তৌহিদ হোসেন বলেন, সংসদ সদস্যরা তো যা ইচ্ছা–তাই বলবেন, এখানে কারও কিছু করার নেই। কিন্তু বাংলাদেশের এ বিষয়ে যে অবস্থান রয়েছে, তা ব্রিটিশ সরকারকে জানাতে অনুরোধ করেছি। সারাহ কুক বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমেও বিষয়টি জানাতে অনুরোধ করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্ট গ্রুপের একটি বড় প্রতিবেদন এসেছে। এ বিবৃতির নিয়ে বাংলাদেশ দুঃখ পেয়েছে। কারণ সেখানেও দেখানোর চেষ্টা করা হয়েছে যে ৫ আগস্টের পরে বেশি মৃত্যু হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। ৫ আগস্টের আগে মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ২৮০ জন এবং মোট সংখ্যা ১ হাজারের বেশি। ৫ আগস্ট এবং তারও আগে অন্তত ১৫০০ ছেলে–মেয়ে নিহত হয়েছেন, এটি হাইকমিশনারকে জানিয়েছি। এর মধ্যে ৭৮০ জনের তথ্যসহ তালিকা করা হয়েছে। বাকিদের অনেকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের মৃতদেহ পাওয়া গেছে। 

তিনি বলেন, ৫ আগস্টের পর কিছু ঘটনা ঘটে থাকতে পারে। তবে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটি সঠিক নয়। একেবারেই সঠিক নয়। দুঃখজনক হলো- বাংলাদেশে ৫ আগস্টের আগে এতবড় একটি ঘটনা যে ঘটেছে, বিপুল সংখ্যক ছেলে–মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে, সেটি অল পার্টি পার্লামেন্ট গ্রুপের প্রতিবেদনে উল্লেখ নেই।

আরও পড়ুন

×