ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাদির মোল্লার ব্যবসায়িক হিসাব তলব

কাদির মোল্লার ব্যবসায়িক হিসাব তলব

আবদুল কাদির মোল্লা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ২১:১৭ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৪:৪২

তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের কর্ণধার আবদুল কাদির মোল্লার ব্যবসায়িক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। সব প্রতিষ্ঠানের দায়দেনার গত ৩০ নভেম্বরভিত্তিক তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি দিয়েছে। এর আগে ২০২২ সালে একবার কাদির মোল্লার ঋণসহ বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। 

আবদুল কাদির মোল্লার মালিকানাধীন থার্মেক্স গ্রুপের ১৬টি প্রতিষ্ঠান রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতাসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ দীর্ঘদিন ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

আবদুল কাদির মোল্লা ২০১৩ সালে প্রতিষ্ঠিত এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর তিনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। গত বছর তাঁর জায়গায় চেয়ারম্যান হন সাবেক এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন। কাদির মোল্লা তাঁর বেশির ভাগ শেয়ার বিক্রি করে দিয়েছেন।

আরও পড়ুন

×