তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে ইউএনডিপির ক্যাম্পেইন

ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ২২:৫৯
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ইউএনডিপি বাংলাদেশ ‘ইয়ুথ ফর ইন্টিগ্রিটি’ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য তরুণ প্রজন্মসহ দেশের সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন এবং সক্রিয় করা।
ক্যাম্পেইনের প্রধান আকর্ষণ ইন্টিগ্রিটি এক্সপ্রেস। এটি একটি বিশেষভাবে সাজানো মোবাইল ভ্যান, যা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করছে। মানুষকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিজ্ঞা করার জন্য এই ভ্যান থেকে পিটিশনে স্বাক্ষর করার সুযোগ দেওয়া হচ্ছে।
ইন্টিগ্রিটি এক্সপ্রেস একতা ও পরিবর্তনের প্রতীক। এর মাধ্যমে নাগরিকদের দুর্নীতি পরিহার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখার অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। এই বছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের বিশেষ দৃষ্টি তরুণদের দিকে। ক্যাম্পেইনের মাধ্যমে তরুণদের সমাজে নেতৃত্ব দেওয়ার এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হচ্ছে।
ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার বলেন, ‘এটি দুর্নীতিবিরোধী সচেতনতা ছড়ানোর একটি অভিনব আযোজন। আমার প্রত্যাশা এটি মানুষের আচরণকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।’
ইন্টিগ্রিটি এক্সপ্রেসের মাধ্যমে সারাদিন ঢাকার বিভিন্ন স্থানে থেমে থেমে মাধারণ মানুষকে পিটিশনে স্বাক্ষর করার আমন্ত্রণ জানানো হয়। এর পাশাপাশি, ক্যাম্পেইনটি সামাজিক মাধ্যমেও সক্রিয়। অংশগ্রহণকারীরা #YouthForIntegrity, #IntegrityExpress, #UnitedAgainstCorruption এবং #IACD2024 হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের অঙ্গীকার শেয়ার করতে পারছেন।
এছাড়া, https://youthforintegrity.com ওয়েবসাইটে গিয়ে পিটিশনে স্বাক্ষর, কুইজে অংশগ্রহণ, মতামত প্রকাশ এবং ব্যক্তিগত অঙ্গীকারের জন্য ফটো ফ্রেম তৈরি করা সম্ভব।
ইউএনডিপি বাংলাদেশ দীর্ঘদিন ধরে সুশাসন এবং দুর্নীতিবিরোধী উদ্যোগে কাজ করে আসছে। ‘ইয়ুখ ফর ইন্টিগ্রিটি’ ক্যাম্পেইনের মাধ্যমে তারা গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বচ্ছতা প্রচারে তাদের অঙ্গীকার পুনঃব্যক্ত করছে। ইউএনডিপি বিশ্বাস করে, নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
- বিষয় :
- ক্যাম্পেইন