ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ক্যাসিনোকাণ্ডের দুই হোতা এনু-রুপনের জামিন মেলেনি

ক্যাসিনোকাণ্ডের দুই হোতা এনু-রুপনের জামিন মেলেনি

প্রতীকী ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১৪:৩৪

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা দুই ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ (ভার্চুয়াল আদালত) আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তাদের জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক কে এম ইমরুল কায়েশ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনামুল হক এনুর বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। অপরদিকে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রূপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা করেন। ১৩ জানুয়ারি তাদের কেরানীগঞ্জ থেকে  গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন

×