তৃণমূল মানুষের সক্ষমতা অর্জনই সামাজিক নিরাপত্তার ভিত্তি: আনসার মহাপরিচালক

সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ২০:৪৮
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তৃণমূল মানুষের সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে বাহিনী বিভিন্ন প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোগ ও কল্যাণধর্মী কার্মকাণ্ড পরিচালনা করছে।
শনিবার রংপুর রেঞ্জের বিভিন্ন ইউনিটের আনসার ও ভিডিপি সদস্য এবং পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার চা বাগানের সাধারণ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সময় এ কথা বলেন বাহিনীর মহাপরিচালক।
আনসার মহাপরিচালক বলেন, ‘আনসার বাহিনী স্বাধীনতার সূচনা থেকে এখন পর্যন্ত বহুমুখী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার বাস্তবায়নের মাধ্যমে আর্থসামাজিক নিরাপত্তার ধারণাকে বাস্তবে রূপ দেওয়ায় বাহিনীর অন্যতম লক্ষ্য। শীতকালে দেশের সবচেয়ে ঠান্ডাপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত উত্তরবঙ্গের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ শুধুমাত্র শীতের তীব্রতা লাঘব করতে নয়, বরং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সমাজের দায়বদ্ধতাও বটে।’ এর আগে, মহাপরিচালক রংপুর রেঞ্জ কার্যালয়ে আনসার ভিডিপি তৃণমূল সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতের আগমন বার্তায় জুবুথুবু হয়ে যাওয়া উত্তরবঙ্গের বহু মানুষের মাঝে রয়েছেন এ বাহিনীর অনেক বয়োবৃদ্ধ সদস্যরা, যারা দীর্ঘদিন ধরে এ বাহিনীর মাধ্যমে করেছেন রাষ্ট্রের সেবা ও সামাজিক নিরাপত্তামূলক কাজ। দলনেতাদের মধ্যে অনেকেই নীতিমালা অনুযায়ী বয়স উত্তীর্ণ হলেও বাহিনীর সঙ্গে নাড়ির টান ছাড়তে পারেনি। বাহিনী তাদের অবদানকে মনে রাখতে চায় আমৃত্যু এবং বাহিনীর মহাপরিচালক তৃনমূলের স্বেচ্ছাসেবী আনসার ভিডিপিদের সদস্যদের কাজের স্বীকৃতি দিতে চান যথাযথভাবে।
তিনি বলেন, মাঠপর্যায়ের এই সদস্যদের মাধ্যমে বাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলে নিজেদের কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে। তাদেরকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা গেলে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে আনসার বাহিনীর প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। এছাড়া বাহিনীর সব সদস্যকে মহাপরিচালকের দর্শন মনে রাখতে হবে, _‘যারা দেশ ও মানুষের আর্থসামাজিক কল্যাণে নিয়োজিত আছেন বা ছিলেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য বাহিনী পিছপা হবে না কোনোদিন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ এবং বাহিনীর অন্যান্য কর্মকর্তারা। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আগামীকাল রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিটে অব্যাহত থাকবে বলেও জানাও হয়েছে।
- বিষয় :
- আনসার মহাপরিচালক
- সামাজিক নিরাপত্তা