রাজাকারদের বৈষম্যবাদী রাজনীতি এখনও চলছে: আনু মুহাম্মদ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের তিন দিনব্যাপী বিজয় উৎসবের দ্বিতীয় দিনে এক আলোচনা সভায় বক্তব্য দেন আনু মুহাম্মদ। ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ২০:৩২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকা ভুলে যাওয়া যাবে না। কারণ ’৭১ এ পাকিস্তান বাহিনীর সহযোগী ছাড়াও তারা জনবিরোধী বৈষম্যবাদী রাজনীতিতে ভূমিকা রেখেছে। আর তাদের বৈষম্যবাদী রাজনীতি এখনও চলছে।
রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের তিন দিনব্যাপী বিজয় উৎসবের দ্বিতীয় দিনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, ‘আজ অনেকে বলেন বাংলাদেশে শহীদের সংখ্যা ৩০ লাখ তো ভুল হিসাব। আমি বলব, শহীদের তালিকা না হওয়া ভুল। বাংলাদেশে বহুবার ভুলটি হয়েছে। মুক্তিযোদ্ধার তালিকা হয়নি; রাজাকার কিংবা আল বদরেরও না। কোনো তালিকায় ঠিকমতো হয়নি। ৩০ লাখ সামনে এনে বিতর্কের কোনো অর্থ নেই। এ সংখ্যা ৩ লাখ হলেও গণহত্যা তো ভুল নয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ স্বাধীন করার লড়াই কারা করেছে, কে নেতৃত্ব দিয়েছেন– এটা নিয়েও বিতর্ক চলছে। একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো একক দলের নয়। আওয়ামী লীগ যখন বলে মুক্তিযুদ্ধ মানে তারা; আবার যারা আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরোধিতা করতে গিয়ে মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করছে এবং ভাবছে, মুক্তিযুদ্ধকে গুরুত্ব দিলে আওয়ামী লীগই গুরুত্ব পাবে– দুটি অবস্থানই ভুল। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা একাত্তরের মুক্তিযুদ্ধ বা তার আগের লড়াইয়ের ধারাবাহিকতা। এ লড়াই অব্যাহত রাখতে হবে।’
সভায় সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, ‘১৯৯০ সালে একটি গণতান্ত্রিক ব্যবস্থার কথা ছিল কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য একাত্তরে গণমানুষ অংশ নিয়েছিল, স্বাধীনতার পর সে বৈষম্যের অবসান হয়নি। যে কারণে ২০২৪ সালে আন্দোলন হয়েছে ছাত্র-শ্রমিক সবার অংশগ্রহণে। আন্দোলনে শেখ হাসিনার বিদায় হলেও দারিদ্য, অব্যবস্থাপনা, দুর্নীতি বিদায় হয়নি। আগে পুলিশ মিথ্যা মামলা দিত, এখনও তাই হচ্ছে। কেবল শাসকের পরিবর্তনে সাধারণ মানুষের মুক্তি আসতে পারে না। এখানে মুক্তির জন্য কেবল অভ্যুত্থান নয়, মেহনতি মানুষের নেতৃত্ব দরকার।’
সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদলের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খসরু, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সমন্বয়ক জাকির হোসেন প্রমুখ।
- বিষয় :
- আনু মুহাম্মদ
- রাজাকার