ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিজিবির দাবি

পিলখানায় আয়নাঘরের অস্তিত্ব নেই 

পিলখানায় আয়নাঘরের অস্তিত্ব নেই 

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ০৪:৫৩

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদরদপ্তর পিলখানায় আয়নাঘর ছিল দাবি করে বরখাস্ত হওয়া সিপাহি শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। বিষয়টি সদরদপ্তরের নজরে এলে বাহিনীর পক্ষ থেকে নিজস্ব ফেসবুকে পেজে প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিজিবি বলেছে, পিলখানায় আয়নাঘরের কোনো অস্তিত্ব নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ এনে দেশপ্রেমিক বিজিবিকে বিতর্কিত করার চেষ্টা চলছে।

রোববার বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বলা হয়, বিজিবি শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে সর্বদা দেশের সুরক্ষা করে চলেছে। কিন্তু সম্প্রতি বরখাস্ত সিপাহি শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিজিবির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন, যা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। সিপাহি শাহীনের বিরুদ্ধে বিজিবির শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থি গুরুতর অপরাধের প্রমাণ রয়েছে।

পোস্টে বলা হয়, ‘শাহীন একজন বিবাহিত ও দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ও স্ত্রীর অনুমতি ছাড়া ২০২২ সালের ৩০ জুন সোনিয়া আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উম্মে তাসনিম ও খাদিজা নামে আরও দু’জন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করেন, যা শাস্তিযোগ্য অনৈতিক কর্মকাণ্ড।’

বিজিবি দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা সুরক্ষায় আপসহীন উল্লেখ করে পোস্টে বলা হয়, ‘বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে কোনো অপরাধী বা দুর্নীতিবাজ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা নৈতিক দায়িত্ব। বিজিবি নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।’

আরও পড়ুন

×