স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আ’লীগ নেতা মাহবুবুর ও তাঁর মেয়েসহ আটক ৮

ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
সমকাল প্রতিবেদক, ঢাকা ও নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৩:২৬
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন আওয়ামী লীগের আট নেতাকর্মী। গতকাল সোমবার দুপুরে স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন– ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও তাঁর মেয়ে মহিমা রহমান, আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মিল্টন সূত্রধর, টাঙ্গাইলের নাগরপুরের তাইজুল ইসলাম, রংপুরের সাইফুল ইসলাম সিহাব, নওগাঁর সেলিম হোসেন, গোপালগঞ্জের মো. রানা এবং দোহারের সালাউদ্দিন।
আওয়ামী লীগের কয়েক নেতাকর্মী জানান, গতকাল মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাহাবুবুর রহমানের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। এ সময় পরিদর্শন ছাউনির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে গোয়েন্দা ও থানা পুলিশ ফুলের তোড়াসহ আট নেতাকর্মীকে আটক করে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করা হয়েছে। এ ছাড়া মাহবুবুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। এসব মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়ায় বিএনপি দলীয় সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের বাড়ির সামনের দেয়ালে ‘জয় বাংলা’ লেখার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সুজনক গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে পাঠানপাড়া এলাকার একটি সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
- বিষয় :
- বিজয় দিবস
- জাতীয় স্মৃতিসৌধ
- শ্রদ্ধা
- আটক