ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন

চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১৪:৪৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১৫:০৫

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, যেকোনও ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সে বিষয়ে সুপারিশ করবে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কমিশনের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উপ ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া কোনও পদোন্নতি দেওয়া হবে না। পরীক্ষায় ৭০ না পেলে তাকে পদোন্নতি দেওয়া হবে না। এর মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য দূর হবে। যেকোনও ক্যাডারের যে কেউ ৭০ পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা তথ্য অধিকার আইনটাকে খুব গুরুত্ব দিচ্ছি। প্রতিটি জেলা এবং বিভাগে এ বিষয়টি দেখভাল করতে একজন করে কর্মকর্তা দেওয়া হবে। তবে এখনও আসলে তথ্য অধিকার আইনের প্রয়োগ সেভাবে হচ্ছে।

আরও পড়ুন

×