উপদেষ্টা রিজওয়ানার সঙ্গে ৩ দেশের কূটনীতিকের বৈঠক

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১৬:২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন বৈঠক করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আগামী ৬ ফেব্রুয়ারি ‘নরডিক ডে’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূতরা।
উপদেষ্টা তাদের আমন্ত্রণ গ্রহণ করেন। তারা জীববৈচিত্র্য রক্ষা, নদীদূষণ প্রতিরোধ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।