কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

কড়াইল বৌ বাজার বস্তির আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৭:২৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৭:৩৯
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে কড়াইলের ওই বস্তিতে আগুন লাগাল খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিকেল ৪টা ৩৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
- বিষয় :
- আগুন
- কড়াইল বস্তি
- আগুন নিয়ন্ত্রণ