রাহাত ফাতেহ আলীর অপেক্ষায় হাজারো দর্শক, সড়কে ব্যাপক যানজট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ | ১৭:৩৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ | ১৮:৪১
‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আজ শনিবার আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। রাত ৮টায় মঞ্চে ওঠার কথা রয়েছে তার।
এদিকে কনসার্ট ঘিরে রাজধানীর নানা প্রান্ত থেকে দর্শকরা জড়ো হতে শুরু করেছেন। কনসার্ট উপলক্ষ্যে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারি লক্ষ্য করা গেছে। কনসার্টের প্রবেশমুখে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্টেডিয়ামের প্রবেশমুখে এসময় দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দর্শকের ঢল আর্মি স্টেডিয়ামের সড়ক পর্যন্ত চলে আসায় কোনও যানবাহনই মহাখালী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন রুটে যেতে পারছে না। থেমে থেমে চলতে দেখা গেছে গাড়ি।
এদিন বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে যানচলাচলের বিশেষ নির্দেশনা দিলেও সময় যত ঘনিয়ে আসছে সড়কে যানজট ততই বাড়ছে। যানজট নিরসনে ডিএমপি এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি ব্যবহারের নির্দেশনা দিলেও তা খুব একটা ব্যবহার করতে দেখা যাচ্ছে না বাস, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনকে।
ফলে ঢাকামুখী ও ঢাকা ত্যাগ করা যানবাহন চলাচলে ব্যাপক ধীরগতি লক্ষ্য করা গেছে। আর্মি স্টেডিয়ামের সামনে দর্শকদের উপচেপড়া ভিড় আর দীর্ঘসময় ধরে রাস্তা পারাপার এ যানজটকে দীর্ঘায়িত করছে। সড়ক দখল করে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দর্শকদের। পাশাপাশি বনানীতে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দুই ঘণ্টারও বেশি সময় ধীরগতিতে চলতে দেখা গেছে যানবাহনকে।
কনসার্টমুখী জনতার চাপ ও রাজধানীতে চলাচলকারী লোকাল বাসগুলো যথারীতি নিয়মিত মহাসড়ক ব্যবহার করায় এ যানজট প্রকট আকার ধারণ করেছে। জয়দেবপুর চৌরাস্তা হয়ে যেসব যানবাহন রাজধানীতে প্রবেশ করতে চাচ্ছে সেগুলোকে দীর্ঘসময় জ্যামে পড়ে থাকতে দেখা গেছে। যেসব গাড়ি ঢাকা থেকে রাজধানীর বাইরে যাচ্ছে সেগুলোকে পড়তে হচ্ছে জ্যামে।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প টোল ফ্রি ঘোষণা করলেও তাতে বাস, প্রাইভেটকার চলতে দেখা গেছে হাতেগোনা।
সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা
১. স্টাফরোড রেলগেট থেকে নৌবাহিনীর সদর দপ্তর ক্রসিং পর্যন্ত টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে। তাই বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।
২. উত্তরা-বিমানবন্দর থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন হোটেল রেডিসনের পূর্বে ইউ টার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন।
৩. গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র্যাম্পে ব্যবহার করতে পারবে।
৪. বিমানবন্দর, উত্তরা, টঙ্গীগামী যানবাহন বনানী র্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।
৫. ইসিবি চত্বর থেকে বনানীগামী উড়ালসড়কের লুপ বন্ধ থাকবে।
৬. ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবে।
৭. র্যাম্প ব্যবহারের ক্ষেত্রে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল ব্যবহার করা যাবে না।
প্রসঙ্গত, এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে। রাহাত ফতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আয়োজনে সহযোগিতা করছে।
কনসার্টে রাহাত ছাড়াও দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এর বাইরে র্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনার কথা রয়েছে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার থাকবে।
- বিষয় :
- রাহাত ফাতেহ আলী খান
- কনসার্ট