প্রেস উইং ফ্যাক্ট চেক
নাটোরে শ্মশানের ঘটনা নিয়ে অপপ্রচার ভারতীয় গণমাধ্যমে

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ২৩:২০
নাটোরের মহাশ্মশান থেকে গত শনিবার তরুণ কুমার দাস নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বী হওয়ায় কোনো যাচাই-বাছাই ছাড়াই ঘটনাটিকে ‘সাম্প্রদায়িক সহিংসতা’ বলে প্রচার করেছে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। এদিন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাসের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওর বরাতে সংবাদটি প্রকাশ করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড পেজ থেকে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, এই সংবাদে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের, হিন্দুনেতা ও ভুক্তভোগীর স্বজনের বক্তব্য নেওয়া হয়নি। পিটিআই খবরটি প্রকাশের পর তা ভারতে হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
এ বিষয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য হৃষীকেশ গৌরাঙ্গ দাস বলেন, ‘একটি ঘটনা ঘটামাত্রই যাচাই-বাছাই না করে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়া কোনো দায়িত্বশীল কাজ নয়। এই ধরনের অতিরঞ্জিত সংবাদ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হতে পারে।’
তরুণ কুমার ইসকন সদস্য ছিলেন না নিশ্চিত করে হৃষীকেশ গৌরাঙ্গ বলেন, ‘এ ধরনের কোনো সংবাদ প্রকাশের আগে মিডিয়ার উচিত, স্থানীয় পর্যায়ে বা অফিসিয়াল মাধ্যমে তথ্য সংগ্রহ করা।’
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, নাটোর সদরের কাশিমপুর মহাশ্মশান থেকে শনিবার হাত-পা বাঁধা অবস্থায় তরুণ কুমার দাসের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে শ্মশানঘাটের ভেতরে অবস্থিত ভোগঘরে চুরি করতে যায় একদল চোর। তাদের দেখে চিৎকার করার চেষ্টা করলে তরুণকে হত্যা করা হয়।
- বিষয় :
- নাটোর
- পিটিআই
- মরদেহ উদ্ধার