আইএফসি ও মেঘনা গ্রুপের যৌথ উদ্যোগে হচ্ছে প্রথম ক্লাইমেট-স্মার্ট স্টিল প্ল্যান্ট

আইএফসি এবং এমজিআই অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেড (এমআরএসএল) দেশের প্রথম ক্লাইমেট-স্মার্ট স্টিল প্ল্যান্ট স্থাপনের জন্য একত্রিত হয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১৩:৩৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১৩:৩৯
বাংলাদেশের টেকসই শিল্পায়নের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন (আইএফসি) এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেড (এমআরএসএল) দেশের প্রথম ক্লাইমেট-স্মার্ট স্টিল প্ল্যান্ট স্থাপনের জন্য একত্রিত হয়েছে। প্ল্যান্টটি বছরে ১৫ লাখ টন স্টিল উৎপাদন করবে, যা দেশের বর্তমান বার্ষিক চাহিদার প্রায় ২০%। এটি ১০০% পুনর্ব্যবহৃত স্ক্র্যাপ ব্যবহার করবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।
এই প্রকল্পে আইএফসি ১০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থায়ন প্যাকেজ প্রদান করছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্ল্যান্টটি কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাবে এবং সরাসরি ও পরোক্ষভাবে ২০,০০০-এরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
আইএফসি’র বাংলাদেশ, ভুটান এবং নেপাল অঞ্চলের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান বলেছেন, “বাংলাদেশের স্টিল শিল্প দেশের টেকসই অবকাঠামো নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পটি কেবলমাত্র জলবায়ু-বান্ধব উৎপাদনের ক্ষেত্রে নয়, কর্মসংস্থান ও শিল্পায়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। আমরা দেশের শিল্পখাতে সবুজ এবং আরও দৃঢ় ভবিষ্যত গঠনে ভূমিকা রাখতে পেরে গর্বিত।”
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, “আইএফসি’র সঙ্গে এই যুগান্তকারী প্রকল্পে অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের ক্লাইমেট-স্মার্ট স্টিল উৎপাদনের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
এই প্রকল্প প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বৈশ্বিক জলবায়ু অর্থায়নের নীতিমালা পূরণ করে। এছাড়া, আইএফসি ও এমআরএসএল একটি বিস্তৃত ডিকার্বনাইজেশন রোডম্যাপ তৈরি করছে, যা বাংলাদেশের শিল্পখাতে স্থায়িত্বের নতুন মানদণ্ড স্থাপন করবে। সংবাদ বিজ্ঞপ্তি