ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

২০৩০ সালের মধ্যে শতভাগ প্লাস্টিক পুনর্ব্যবহারের লক্ষ্য প্রাণ-আরএফএলের

২০৩০ সালের মধ্যে শতভাগ প্লাস্টিক পুনর্ব্যবহারের লক্ষ্য প্রাণ-আরএফএলের

প্রাণ-আরএফএল গ্রুপ প্রথমবারের মতো তাদের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১৪:৪৩

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ প্রথমবারের মতো তাদের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে। রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে ২০২৩ সালের কার্যক্রমের ওপর ভিত্তি করে প্রস্তুত এই প্রতিবেদনটি টেকসই পণ্য, সাসটেইনেবল প্যাকেজিং, কৃষি, পানি এবং জ্বালানি ব্যবহারে উন্নত কৌশল তুলে ধরেছে।

প্রতিবেদনটির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে শতভাগ প্লাস্টিক পুনর্ব্যবহার, কারখানায় পানির ব্যবহার ৩০ শতাংশ হ্রাস, নবায়নযোগ্য উৎস থেকে ২৫ শতাংশ জ্বালানি উৎপাদন এবং স্থানীয়ভাবে কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের ৯০ শতাংশ কাঁচামাল সংগ্রহের লক্ষ্য ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, এই উদ্যোগ কর্পোরেট সেক্টরের জন্য একটি উদাহরণ।

তিনি আরও বলেন, এটি শুধু পরিবেশ সুরক্ষায় নয়, সমাজ ও অর্থনীতির টেকসই উন্নয়নেও ভূমিকা রাখবে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, “প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট আমাদের টেকসই উন্নয়নের প্রতিশ্রুতির প্রতিফলন। এটি একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএলের এই প্রতিবেদন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বাংলাদেশের টেকসই শিল্পায়নের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×