ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শাহরিয়ার আলম-সাঈদ খোকনসহ ৩৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শাহরিয়ার আলম-সাঈদ খোকনসহ ৩৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শাহরিয়ার আলম ও সাঈদ খোকন

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ২১:৪৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ | ২১:৫২

দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৩৬ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক (অবকাশকালীন) ইব্রাহিম মিয়া সোমবার এ আদেশ দেন। 

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন– শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, শাহরিয়ার আলমের স্ত্রী সিলভিয়া পারভীন, দুই ছেলে সাদমান শাহরিয়ার, আহনাফ শাহরিয়ার, সাঈদ খোকনের মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাভেদ আহমেদ, ঢাকা রিজেন্সি হোটেলের এমডি কবির রেজা, তাঁর পরিবার, পরিচালক আরিফ মোতাহার, তাঁর স্ত্রী নাজমা আরিফ, শিল্পকলা একাডেমির পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কালচারাল অফিসার আল মামুন, হামিদুর রহমান, সুদীপ্তা চক্রবর্তী, হাসান মাহমুদ, লায়লা মাহমুদ, সহকারী পরিচালক (বাজেট ও প্ল্যানিং) সামিরা আহমেদ, স্টেজ ম্যানেজার রহিমা খাতুন, গাইড লেকচারার মাহাবুবুর রহমান, ইনস্ট্রাক্টর (সংগীত ও যন্ত্র) মীন আরা পারভীন, ইনস্ট্রাক্টর (নৃত্য) প্রিয়াংকা সাহা, যন্ত্রশিল্পী নারায়ণ দেব লিটন, মোহাম্মদ জিয়াউল আবেদীন, নৃত্যশিল্পী লায়লা ইয়াসমিন, মিফতাহুল বিনতে মাসুক, আলকা দাশ প্রাপ্তি, সুমাইতাহ তাবাসসুম খানম, কণ্ঠশিল্পী রোকসানা আক্তার রূপসা, আবদুল্লাহেল রাফি তালুকদার, সোহানুর রহমান, আবিদা রহমান সেতু, মোহনা দাস এবং ক্যামেরাম্যান (জনসংযোগ) রুবেল মিয়া।  

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলমান থাকায় দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম আদালতে নিষেধাজ্ঞার আবেদন দাখিল করেন।

এদিকে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানার পৃথক চার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আটজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালদত। চার তদন্ত কর্মকর্তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার সোমবার এ আদেশ দেন। এদিন আট আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। 

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন– সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। 

এর মধ্যে ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানা এলাকায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ইনু, মেনন, আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়। নিউমার্কেট থানা এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় পলককে এবং মোহাম্মদপুর থানা এলাকায় শাহরিয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাদেক খানকে। 

সাবেক এমপি ছেলুনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া সোমবার এ আদেশ দেন। 

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এসব অবৈধ অর্থ ওই ব্যাংকগুলোর ৩৫টি হিসাবে জমা ও লেনদেন করা হয়েছে।

সাবেক এমপি হেনরী ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা 

সিরাজগঞ্জ প্রতিনিধি ও পাবনা অফিস জানায়, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা তালুকদার হেনরী ও তাঁর স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 

সোমবার দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ে একটি মামলা করা হয়। আগের দিন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ অপর মামলাটি হয়েছে। হেনরী দম্পতির বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে আরও চারটি মামলা রয়েছে।

আরও পড়ুন

×