ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন

গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২১:৩৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২১:৪১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন। রোববার বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

স্বামী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন ঝর্ণা রায়। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। 

ঝর্ণা রায়ের মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ঝর্ণা রায়ের পরিবার-পরিজনের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি তাঁর রাজনীতিবিদ স্বামীকে সব রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি। 

অপর এক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝর্ণা রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। 

এ ছাড়া তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ পূজা উদপান পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। 

আরও পড়ুন

×