ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আজ দুর্যোগপূর্ণ ঢাকার বায়ু, মাস্ক পরার পরামর্শ

আজ দুর্যোগপূর্ণ ঢাকার বায়ু, মাস্ক পরার পরামর্শ

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ১০:৩২

আইকিউএয়ারের বাতাসের মান সূচকে আজ রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানী ঢাকার বায়ুর মান ৪৪৫। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে শীর্ষে এই স্কোর। বায়ুর এই মান ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

সপ্তাহের প্রথম দিন দূষণ থাকলেও আজ সকালে বায়ুর মান এতটা ভয়ানক সাম্প্রতিক সময়ে দেখা যায়নি।

৪৪৪ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। বাতাসের মানসূচকে যা ‘দুর্যোগপূর্ণ’। অন্যদিকে ২৪৮ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে পাকিস্তানের করাচি। চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ২১৬। ২১৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী ওলানবাটোর।

ঢাকার বায়ুর সার্বিক যে মান, তা তো ভয়ানক। রাজধানী ও আশপাশের তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে গুলশান লেক পার্ক (৭৬৯), গুলশান-২–এর রব ভবন (৭২৮) ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৭০৬)।

রোববার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে আইকিউএয়ারের পরামর্শ, বাইরে বেরোলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, আজ বায়ুর যে মান, তা সত্যিই ভয়ানক। টানা তিন দিন ধরে তিন ঘণ্টা করে যদি স্কোর ৩০০–এর বেশি থাকে তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। এখনকার বায়ুর মানে মানুষকে সচেতন করার জন্য পরিবেশ অধিদপ্তরের উচিত প্রিন্ট ও ইলেকট্রিনক মাধ্যমে এবং সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরিতে বার্তা দেওয়া।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×