কমলাপুর রেলস্টেশন মনিটরে অশ্লীল দৃশ্য চালানোদের খুঁজে বের করার নির্দেশ

কমলাপুর রেলস্টেশন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ২২:২৬
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও প্রদর্শনকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এতে আগামী ৩০ দিনের মধ্যে বাংলাদেশ রেলওয়ের ডিসিওকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালতের স্টেনোগ্রাফার জালিজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
গত ২৭ ডিসেম্বর রাত ২টার দিকে কমলাপুর রেলস্টেশনের ডিজিটাল মনিটরে হঠাৎ অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এ সময় উপস্থিত যাত্রীরা বিব্রত হন। তখন তাদের মধ্যে একজন পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।
প্রকাশ্যে অশ্লীল দৃশ্য প্রদর্শন ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ (৩) (৪) ও (৫) ধারা এবং ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৯২ ও ২৯৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
- বিষয় :
- কমলাপুর রেলস্টেশন