ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কমলাপুর রেলস্টেশন মনিটরে অশ্লীল দৃশ্য চালানোদের খুঁজে বের করার নির্দেশ

কমলাপুর রেলস্টেশন মনিটরে অশ্লীল দৃশ্য চালানোদের খুঁজে বের করার নির্দেশ

কমলাপুর রেলস্টেশন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ২২:২৬

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও প্রদর্শনকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এতে আগামী ৩০ দিনের মধ্যে বাংলাদেশ রেলওয়ের ডিসিওকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 
আদালতের স্টেনোগ্রাফার জালিজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত ২৭ ডিসেম্বর রাত ২টার দিকে কমলাপুর রেলস্টেশনের ডিজিটাল মনিটরে হঠাৎ অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এ সময় উপস্থিত যাত্রীরা বিব্রত হন। তখন তাদের মধ্যে একজন পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।
প্রকাশ্যে অশ্লীল দৃশ্য প্রদর্শন ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ (৩) (৪) ও (৫) ধারা এবং ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৯২ ও ২৯৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
 

আরও পড়ুন

×