ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে দুদকের চিঠি

দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে দুদকের চিঠি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ২০:৩৬

সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ ও তাদের পাসপোর্ট সংক্রান্ত তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. মোকাম্মেল হক স্বাক্ষরিত এই চিঠি পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়, যারা বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন- তাদের এ ধরনের কার্যকলাপ সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪০ ধারার সম্পূর্ণ পরিপন্থি। 

চিঠিতে আরও বলা হয়, দণ্ডবিধির ২১ ধারা, দুর্নীতি প্রতিবোধ আইন, ১৯৪৭-এর ২ ধারা এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৯০ ধারাসহ সংশ্লিষ্ট অন্যান্য সব আইন অনুযায়ী প্রতিরক্ষা বিভাগে কর্মরত সব কমিশন্ড অফিসার, আদালতে কর্মরত কর্মচারী ও বিচারক, সরকারি রাজস্ব খাত হতে বেতনভুক্ত সব কর্মচারী, সব স্বায়ত্তশাসিত, স্বশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিতে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিগণ পাবলিক সার্ভেন্ট হিসেবে বিবেচিত হন। এ প্রেক্ষাপটে বাংলাদেশে বিভিন্ন সময় পাবলিক সার্ভেন্ট অথবা তাদের পোষ্যগণ কর্তৃক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে তথ্যাদি পর্যালোচনা করা একান্ত আবশ্যক। চিঠি প্রাপ্তির পর তথ্যগুলো দুদকে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। 

বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর থেকে এসব তথ্য পাওয়ার পর দুদক সেগুলো অনুসন্ধান করবে। এর মধ্যে যাদের বিরুদ্ধে আইনপরিপন্থি কার্যক্রমের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×