প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আবু তাহের মো. মাসুদ রানা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ১৭:৫৯ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ | ১৮:৪৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে আবু তাহের মো. মাসুদ রানা যোগদান করেছেন। আজ বুধবার তিনি যোগদান করেন।
এর আগে, আবু তাহের মো. মাসুদ রানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন সংক্রান্ত আজ এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সই করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
এর আগে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদকে গত ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর উত্তর ছুটিকালীন সুবিধা পাবেন।