দৈনিক ১৭৫২ টন চাল বিক্রি করবে ওএমএস

ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ১৯:৫১ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ | ২১:৩৮
খোলাবাজার তথা ওএমএস কার্যক্রমের আওতায় সারাদেশে দৈনিক ১ হাজার ৭৫২ টন চাল বিক্রি করবে খাদ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এ কার্যক্রম পরিচালনা করা হবে।
আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এতদিন দেশের ৪২২ উপজেলার মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। প্রতিটি কেন্দ্রে বিক্রি হতো এক টন। আগের কেন্দ্রগুলোর সঙ্গে নতুন করে আরও ৮৪৪টি কেন্দ্র যুক্ত করা হচ্ছে। এসব নতুন বিক্রয়কেন্দ্রের প্রতিটিতেও দৈনিক বিক্রি করা হবে এক টন করে। অর্থাৎ মোট ১ হাজার ৭৫২টি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন ১ হাজার ৭৫২ টন চাল বিক্রি করা হবে। তবে নতুন বিক্রয় কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে স্থাপিত হবে।
খাদ্য মন্ত্রণালয় বলেছে, প্রত্যেক ক্রেতা পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দর রাখা হবে ৩০ টাকা।
- বিষয় :
- ওএমএসের চাল