শাহীনুল ইসলাম বিএফআইইউ প্রধান

এ এফ এম শাহীনুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ০৫:১৩
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
শাহীনুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময়ে বিএফআইইউর উপ–প্রধান ছিলেন। বছরখানেক আগে তিনি অবসরে যান। ওই সময় অর্থপাচারসহ বিভিন্ন জালিয়াতি ঠেকাতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছিল বিএফআইইউ।
শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের মুখে গত ৮ আগস্ট পদত্যাগে বাধ্য হন বিএফআইইউর তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাস। এরপর থেকে পদটি খালি ছিলো। শুন্য পদে নিয়োগের জন্য গত ৩ নভেম্বর বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিপরীতে ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে ১০জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। প্রাথমিকভাবে তিনজনের নাম পাঠানো হয় অর্থমন্ত্রণালয়ে। ওই তালিকায় শাহীনুল ইসলামের নাম ছিলো না বলে জানা গেছে। পরবর্তীতে গত সপ্তাহে আবার সার্চ কমিটি বৈঠক করে তার নাম প্রস্তাব করে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে সমালোচনা চলছে।
- বিষয় :
- বিএফআইইউ