ব্যাংক হিসাব তলব আরও ১৪ সাংবাদিকের

লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫ | ০০:৩২
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট–বিএফআইইউ। এ নিয়ে কয়েক দফায় একশর মতো সাংবাদিকের তথ্য চাওয়া হলো। বুধবার সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি দিয়ে সাত দিনের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে।
বিএফআইইউ থেকে তথ্য চাওয়ার তালিকায় আছেন– ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, এপির ব্যুরো চিফ জুলহাস আলম, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আলী আসিফ শাওন, ডেইলি পিপল লাইফের সম্পাদক আজিজুল হক ভূঁইয়া, বাসসের স্পোর্টস ইনচার্জ স্বপন বসু, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ ও স্টাফ রিপোর্টার তাহমিদা সাদেক জেসি, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার নীলাদ্রি শেখর কুণ্ডু, বাংলা টিভির সাংবাদিক নজরুল কবীর, গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, গ্রীন টিভির সাংবাদিক সাজু রহমান ও বাংলা ভিশনের সাবেক কর্মী আমিনুর রশীদ। প্রত্যেকের হিসাব খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীসহ বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।
বিএফআইইউর এক কর্মকর্তা সমকালকে বলেন, অভিযোগ বা বিভিন্ন সরকারি সংস্থার চাহিদার ভিত্তিতে হিসাব তলব করা হয়। সেখানে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব ফ্রিজ বা অন্য ব্যবস্থা নেওয়া হয়। অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ছাড়াও অর্থের বিনিময়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। যে কারণে অনেকের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে।
- বিষয় :
- বিএফআইইউ