মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে: বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ১৬:০৫
মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে, তারা যেন নির্বাচন করতে না পারে, এমন সুপারিশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ড. বদিউল আলম মজুমদার বলেন, যারা দেড় হাজার মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, গুরুতর মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যে অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে।
বদিউল আলম মজুমদার বলেন, একটি তদন্ত কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা ভোট কারচুপিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছে তাদের বিচার করা হোক। তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে। কেউ চায় না অতীতের জায়গায় নির্বাচন কমিশন আবার ফিরে যাক। অতীতের কারচুপির নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। নির্বাচন অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্ত এবং রাজনৈতিক দলকে পরিচ্ছন্ন করতে হবে।
নির্বাচন সংক্রান্ত সব সমস্যার সমাধান করা যাবে না বলে জানিয়ে তিনি বলেন, অংশীজনদের সঙ্গে কথা বলে এবং জরিপের মতামত নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছি, তিনি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা ও ঐক্য মতের মাধ্যমে সংস্কার কমিশন গুলোর সুপারিশ বাস্তবায়ন করতে পারেন।
- বিষয় :
- নির্বাচন
- নির্বাচন কমিশন
- তদন্ত কমিশন