ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মেয়েদের ফুটবল ম্যাচে বাধার ঘটনায় সরকারের নিন্দা

মেয়েদের ফুটবল ম্যাচে বাধার ঘটনায় সরকারের নিন্দা

সম্প্রতি ফুটবল মাঠের টিনের বেড়া ভাঙচুর করে বিক্ষুব্ধরা। ফাইল ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ১৬:২০ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ১৭:১২

সম্প্রতি দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের দুটি ফুটবল ম্যাচে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা দিয়েছে, তাদের এই কর্মকাণ্ডে নিন্দা জানায় সরকার।

বিবৃতিতে বলা হয়, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এ ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আজ প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যেকোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ইতিমধ্যে দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসকেরা জানিয়েছেন, তারা সম্প্রতি তাদের জেলায় নারীদের ফুটবল, ক্রিকেট ও কাবাডি ম্যাচ আয়োজন করেছেন। শত শত মানুষ ম্যাচগুলো উপভোগ করেছেন এবং তাদের জেলার সব শ্রেণির মানুষ এসব আয়োজনের প্রশংসা করেছেন।

আরও পড়ুন

×