সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি নুরুল ইসলাম, মহাসচিব মোজাহিদুল ইসলাম

বাংলাদেশ সচিবালয়- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫ | ২৩:০৯
বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি হয়েছেন মো. নুরুল ইসলাম এবং মহাসচিব হয়েছেন মো. মোজাহিদুল ইসলাম সেলিম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলের লাউঞ্জে এক সভায় ৫১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
সংগঠনটির নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন কাজী জহিরুল ইসলাম, মো. হোছাইন, মো. সাইদুল ইসলাম তালুকদার, মুহা. জাকির হোসাইন ও মো. আশিকুল হক শহীদ। যুগ্ম মহাসচিব হয়েছেন খন্দকার ফেরদৌস আলম, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মিলন মোল্লা, মো. ওবায়দুল ইসলাম রবি এবং মো. মোজাম্মেল। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আবুল হাসনাত, অর্থ সম্পাদক মো. সাবের হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক হয়েছেন মো. মোফাচ্ছেল হোসেন।
নবগঠিত কমিটিতে মো. জাহিদুল ইসলাম, মো. মতিউর রহমান ও হাবিবুর রহমান মিয়াসহ ১৪ জন নির্বাহী সদস্য হয়েছেন।
- বিষয় :
- সচিবালয়