ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:২২

মহাখালী রেলগেট এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম বলেন, রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত এখান থেকে তারা সরবেন না। যেকোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে আজকেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে।

এর আগে সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে রেললাইন অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মহাখালী থেকে উল্টোপথে ফিরে যায় ট্রেন। শিক্ষার্থীদের অবরোধে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×