বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

শিবলী রুবাইয়াত উল ইসলাম। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩:০২ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৫৮
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, শিবলী রুবাইয়াত বিদেশে অর্থ পাচারে জড়িত। তাঁর বিরুদ্ধে দেশের আর্থিক খাত ধ্বংস করাসহ প্রচুর অভিযোগ রয়েছে। দুদকের মামলাও রয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের সময়ের ঘটনায় কয়েকটি মামলাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলীকে আসামি করা হয়েছে।
গত ২০ আগস্ট শিবলী ও তাঁর ছেলের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর পর ২২ আগস্ট তাদের বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: বেনামে শেয়ার ব্যবসা ও কারসাজিতে শিবলী
অধ্যাপক শিবলী ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হন। চার বছর দায়িত্ব পালনের পর দ্বিতীয় দফায় নিয়োগ পেয়ে গত বছরের ১৬ মে আবারও বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পাঁচ দিন পর তিনি পদত্যাগ করেন।
শিবলীর বিরুদ্ধে শেয়ারবাজারে নানা অনিয়ম-দুর্নীতি, শেয়ারের দাম কারসাজিতে জড়িতদের নানাভাবে সহায়তা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর প্রশ্রয়ে গড়ে ওঠা একটি চক্র শেয়ারবাজার থেকে বিপুল অর্থ লোপাট করেছে।
বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ‘ফ্লোর প্রাইস’ তোলা, তালিকাভুক্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ, লোকসানি কোম্পানির পর্ষদ ভেঙে দেওয়ার মতো বিভিন্ন উদ্যোগ বিনিয়োগকারীদের প্রশংসা পেলেও বিপুল খরচ করে বিদেশে রোড শো, বাজার কারসাজি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতা, বড় অঙ্কের কারসাজির বিপরীতে নামমাত্র জরিমানার ঘটনায় সমালোচিত হন শিবলী।
- বিষয় :
- গ্রেপ্তার
- শেয়ারবাজার
- বিএসইসি