ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ

মোসাদ্দেক আলী ফালু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৪:২৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০৯:০৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্রোক-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালত এ আদেশ দেন।
দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ফালুর বিরুদ্ধে ১৮৩ কোটি ৯২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিলেন চলতি বছরের ১৩ মে। তবে মামলার তদন্তকালে ফালুর নামে মোট ৩৪৩ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া যায়।
তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান ফালুর স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আবেদন করেছিলেন আদালতে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার এই তদন্ত কর্মকর্তা আদালতের আদেশের কপি জেলা রেজিস্ট্রারসহ সংশ্নিষ্টদের কাছে পাঠিয়েছেন।
আদালতের আদেশে ফালুর জব্দ সম্পদের মধ্যে রয়েছে তার মালিকানাধীন আল মদিনা ইন্টারন্যাশনালের নামে দুবাইয়ে চালু করা শেল কোম্পানি, থ্রি স্টার লিমিটেড, রাখেন ডেভেলপমেন্ট কোম্পানির ২০ শতাংশ শেয়ার, রাখেন ডেভেলপমেন্ট ইইউইতে তিনটি ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে জমা করা ১৯ মিলিয়ন এইডি ও ১৭টি চেক পেমেন্ট/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সঞ্চিত ১১ মি. এইডি। রাখেন ডেভেলপমেন্ট ইউএইর হিসাবে তার জমা করা দুই কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকার বৈধ উৎস পাওয়া যায়নি। মামলায় তার বিরুদ্ধে ১৮৩ কোটি ৯২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আদালতের আদেশে দুবাইয়ে পাচার করা ১০৬ কোটি ৬৪ লাখ ও ৭৭ কোটি ২৮ লাখ টাকা, রোজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকার শেয়ার, রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির দুই কোটি ৬৯ লাখ টাকার শেয়ার, রোজা এন্টারটেইনমেন্টের ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্টের ২৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার এবং আইএফআইসি ব্যাংকে জমানো টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া তার নামে থাকা জমি, ফ্ল্যাট ও প্লট জব্দ করা হয়েছে।
- বিষয় :
- মোসাদ্দেক আলী ফালু
- সম্পদ জব্দ
- দুুদক