সাবেক মেয়র আতিকসহ আ.লীগের ৬ জনকে হাজিরের নির্দেশ

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:৫৭
জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে থাকা ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয়জনের বিরুদ্ধে (শ্যোন অ্যারেস্ট) প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ ফেব্রুয়ারি তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত সংস্থার করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল মঙ্গলবার এই আদেশ দেন।
সাবেক মেয়র আতিকুল ইসলাম ছাড়াও অপর পাঁচ আওয়ামী লীগ নেতা হলেন, ঢাকার উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন ও মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।
এদিকে, অপর আবেদনে উত্তরা এলাকার সাবেক পুলিশ কনস্টেবল হোসেন আলীকে আগামী ১৬ ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া আরেকটি আবেদনে উত্তরা এলাকার একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী এমএইচ তামিম।
- বিষয় :
- আতিকুল ইসলাম
- মেয়র
- আদালত