ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ

সংস্কৃতিচর্চায় বাধা কল্যাণ বয়ে আনবে না

সংস্কৃতিচর্চায় বাধা কল্যাণ বয়ে আনবে না

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:১৮

দেশের সাংস্কৃতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। হুমকির মুখে বন্ধ হয়ে যাচ্ছে উৎসব-অনুষ্ঠান। একের পর এক এমন ঘটনায় শঙ্কায় সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। তারা বলছেন, সংস্কৃতিচর্চায় বাধা কল্যাণ বয়ে আনবে না। শিল্পীদের কর্মকাণ্ড ও সাংস্কৃতিক আয়োজন বাধার মুখে পড়লে দেশীয় শিল্প-সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে। এতে অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এক বিবৃতিতে উৎকণ্ঠার কথা জানিয়েছে। সংগঠনটির সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, এমনিতেই আন্দোলনের পর আমাদের শিল্পীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক শিল্পীদের কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অঙ্গনে আয়োজনে বাধার কারণে সেটি আরও বাড়বে। এসব করতে বাধা দেওয়ার মানে হলো, স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত করা।
‘থিয়েটার চর্চায় মুক্ত পরিবেশ নেই’ উল্লেখ করে ডিরেক্টরস গিল্ডের সাবেক সভাপতি নির্মাতা অনন্ত হীরা বলেন, আমরা মুক্ত পরিবেশে থিয়েটার করতে অভ্যস্ত। সেই পরিবেশ এখন আর নেই। কোনো অবস্থাতেই ভাবতে পারছি না– সংস্কৃতিবান্ধব কোনো সরকার দেশে আছে। থাকলে তো উৎসব বন্ধ হতো না। আমরা মহানগর নাট্যোৎসব বন্ধ করে দিতে বাধ্য হলাম। সরকারের সাহায্য চেয়েও পেলাম না। এ রকম ঘটনা সারাদেশেই ঘটছে। যেখানে কালচারাল অ্যাক্টিভিটিজ করার চেষ্টা করা হচ্ছে, সেখানে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। আমরা খুব অসহায় বোধ করছি। বিচার চাওয়ার জায়গাটাও আসলে আমাদের নেই।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ বলেন, আমরা গ্রুপ থিয়েটার ফেডারেশান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পথনাটক উৎসব করেছি। এতে কোনো বাধা আসেনি। সারাদেশে আমাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে, কোথাও কোনো বাধার খবর পাইনি। শিল্পকলার সারাদেশে যে অনুষ্ঠান হচ্ছে, সেখানেও বাধা আসেনি। আসলে বাধাগুলো কেন আসছে– সেই আত্মজিজ্ঞাসাটা গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আমাদের মধ্যে সমস্যা আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকার কাঠামোর বিরুদ্ধে কেউ কেউ উস্কানিমূলক কথাবার্তা বলছে। হয়তো এ কারণেই সমস্যাগুলো হচ্ছে।
বরেণ্য নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, সংস্কৃতি চর্চায় বাধা আমরা কোনো সময়ই কামনা করি না। এসব বাধা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমরা চাই, সবাই যাতে নিরবচ্ছিন্নভাবে নিজ নিজ সংস্কৃতি চর্চা করতে পারে, সে সুযোগ যেন অবারিত থাকবে।


 

আরও পড়ুন

×