ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সংস্কৃতিচর্চা

সংস্কৃতিচর্চা

‘হোয়্যার টু ইনভেড নেক্সট’: বৈচিত্র্যময় সংস্কৃতির খোঁজে মাইকেল মুরের বিশ্বভ্রমণ

বৈচিত্র্যময় সংস্কৃতির খোঁজে বিশ্বভ্রমণ করেছেন তিনি। অনুসন্ধান করেছেন আমেরিকার সংস্কৃতির সঙ্গে অন্য দেশের সংস্কৃতির মধ্যে মিল এবং অমিল। কেবল ভ্রমণের মাধ্যমেই অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজ দেশ আমেরিকার চিন্তাভাবনা কীভাবে আরও উন্নত করা যায় সেই উদ্দেশেই তার এ বিশ্বভ্রমণের সূত্রপাত। বলছিলাম ‘হোয়ার টু ইনভেড নেক্সট’ নামের একটি আমেরিকান ডকুমেন্টারি ফিল্মের কথা। যেটি পরিচালনা করেছেন বিশ্বখ্যাত মার্কিন চলচ্চিত্রনির্মাতা ও লেখক মাইকেল মুর। ফিল্মটিতে পরিপূর্ণ একটি ভ্রমণের মধ্য দিয়ে আমেরিকার সামাজিক ও অর্থনৈতিক অভিজ্ঞতার সঙ্গে ইতালি, ফ্রান্স, ফিনল্যান্ড, স্লোভেনিয়া, নিউনেশিয়া, জার্মানি, আইসল্যান্ড, নরওয়ে ও পর্তুগালের বিকল্প ধারার সংস্কৃতির অভিজ্ঞতার তুলনা করেছেন মাইকেল মুর। নিচে বৈচিত্র্যময় সংস্কৃতির খোঁজে তার বিশ্বভ্রমণের সংক্ষিপ্ত অভিজ্ঞতা তুলে ধরা হলো: 

আপডেটঃ ০৪ জানুয়ারি ২০২৫ | ১৯:১৩
‘হোয়্যার টু ইনভেড নেক্সট’: বৈচিত্র্যময় সংস্কৃতির খোঁজে মাইকেল মুরের বিশ্বভ্রমণ

সর্বশেষ