ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সংস্কার ও নির্বাচনের মধ্যে দ্বন্দ্ব নেই: বদিউল আলম মজুমদার

সংস্কার ও নির্বাচনের মধ্যে দ্বন্দ্ব নেই: বদিউল আলম মজুমদার

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:১৭

সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন হবে নাকি সংস্কার হবে– তা নিয়ে আলাপ–আলোচনা হচ্ছে। এই দুটি বিষয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখছি না। একটার বিপরীতে আরেকটা নয়। দুটোই দরকার। নির্বাচন হতে হবে, সেইসঙ্গে সংস্কার হতে হবে। আমাদের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক ‘সম্প্রীতি সংলাপে’ তিনি এসব কথা বলেন। ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এর আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল ‘ইউকেএইড’।

এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে এবং সবার ভোটাধিকার নিশ্চিত করতে সংস্কার দরকার। কেননা যে পদ্ধতি ভেঙে পড়েছে, তা জোড়া লাগাতে হবে। তাই সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না, গণতান্ত্রিক প্রক্রিয়া টেকসই হবে না।

অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, আমরা নতুন বাংলাদেশের দ্বিতীয় পর্বে আমরা অবস্থান করছি। আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দিয়েছি। এসব প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। আমাদের রাষ্ট্র ভঙ্গুর হয়ে গেছে। চারদিকে অনেক অসংগতি। এদেশের নির্বাচনী সংস্কৃতি ভেঙে গেছে। এদেশের নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন করতে হবে। টাকার খেলা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। ভোটের অধিকারকে নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু আমরা যদি জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা শক্তিশালী হবো, কোনো অপপ্রচার চালিয়ে আমাদেরকে পিছিয়ে রাখা যাবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন হাঙ্গার প্রজেক্টের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ রফিক-উল ইসলাম, চার্চ অব ইংল্যান্ডের পলিসি অ্যাডভাইজার ড. চার্লস রীড, ঢাকার ব্রিটিশ হাই কমিশনের সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার (ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) তাহেরা জাবীন প্রমুখ।

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন ধর্মীয় নেতৃত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণদের প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়।

অনুষ্ঠানের শেষভাগে সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের সফলতার গল্প নিয়ে প্রকাশিত ‘ঐকতান’ নামের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

ইউকেএইডের সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে বাংলাদেশে সম্প্রীতির সুদীর্ঘ ঐতিহ্য বিস্তৃত করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘এজেন্ট অব চেঞ্জ: এ বাংলাদেশ ফ্রিডম অব রিজিয়ন অর বিলিভ লিডারশিপ ইনিশিয়েটিভ’ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এরই অংশ হিসেবে দেশের আটটি জেলায় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা এবং সামাজিক সম্প্রীতি সুরক্ষায় তরুণ স্বেচ্ছাব্রতীদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

×