আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিমানের ঢাকা–ব্যাংকক ফ্লাইটের সব দায়িত্বে নারীরা

সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ২১:৩৯ | আপডেট: ০৮ মার্চ ২০২৫ | ২১:৩৯
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার ঢাকা–ব্যাংককগামী বিমানের ফ্লাইট পরিচালানার সব কিছুর দায়িত্ব পালন করেছেন নারী কর্মীরা। কর্মকর্তারা জানান, ঢাকা–ব্যাংককগামী বিমানের এ ফ্লাইটে ক্যাপ্টেন, ফাষ্ট অফিসার ও যাত্রী সেবায় নিয়োজিত কেবিনক্রুসহ সবই ছিলেন নারী।
জানা যায়, শনিবার বিমানের বিজি-৩৮৮ ব্যাংকগামী ফ্লাইট সকাল ১১টা ২০ মিনিটে ১২০ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিকেল ৩টায় ফ্লাইটটি ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছাছে।
এ ব্যপারে বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম সমকালকে জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা জানিয়ে এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হয়।
বিশেষ এই ফ্লাইটের নেতৃত্ব দেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা। এছাড়া ফ্লাইটের দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও আছেন ৫ জন নারী কেবিন ক্রু। এছাড়া ওই ফ্লাইটের প্যাসেঞ্জার চেকিং ইউনিট, পাসপোর্ট চেকিং ইউনিট, বোর্ডিং গেট, প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং, ট্রিম শিট লোডিং এবং ককপিট ক্রু ও কেবিন ক্রুসহ প্রতিটি শাখায় নারী কর্মীরা কাজ করছেন। গত বছরও নারী দিবসে ‘অল উইমেন ফ্লাইট’ পরিচালনা করেছিল বিমান বাংলাদেশ।
- বিষয় :
- ফ্লাইট
- নারী
- আন্তর্জাতিক নারী দিবস