ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

জাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

সেমিনারে বক্তারা

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫ | ১৭:৪৩

জাকাত, দান-অনুদান সংগ্রহ কর্মসূচি এবং ইসলামে দুস্থ ও অসহায় রোগীদের কল্যাণে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গল ও বুধবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।

সেমিনারে দুস্থ ও অসহায় রোগীদের কল্যাণে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আরও পড়ুন

×