ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সমাজসেবা ও বিকাশের দান-অনুদান কার্যক্রমের উদ্বোধন

সমাজসেবা ও বিকাশের দান-অনুদান কার্যক্রমের উদ্বোধন

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫ | ১৯:০৭

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম' এর আওতায় দুস্থ ও অসহায় রোগীদের কল্যাণে যাকাত, দান-অনুদান সংগ্রহ কর্মসূচি চলমান রয়েছে।

তারই অংশ হিসেবে সোমবার বিকেলে উদ্বোধন করা হয়েছে ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ এর মাধ্যমে যাকাত, দান-অনুদান প্রদান কার্যক্রম।

এখন থেকে আগ্রহী যে কেউ ঘরে বসে দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তার জন্য বিকাশ ডোনেশন অপশন থেকে অথবা পেমেন্ট অপশনে যেয়ে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বর ০১৩২৪১৫৫০৪৭ এর মাধ্যমে যাকাত, দান-অনুদান প্রদান করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, সমাজসেবা অধিদপ্তর ৬৪টি জেলায় ১১৮টি হাসপাতাল ও ৪২০টি উপজেলাসহ মোট ৫৩৮টি ইউনিটে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে। এসব হাসপাতালের মাধ্যমে প্রতি বছর সাড়ে ৭ লাখের অধিক দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়ে থাকে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত প্রায় ৩ হাজার জন ছাত্র-জনতাকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (চিকিৎসা) লামিয়া ইয়াসমিন। এতে আরও বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শাহেদ পারভেজ, অতিরিক্ত পরিচালক (কার্যক্রম) সাজ্জাদুল ইসলাম, বিকাশের ভাইস প্রেসিডেন্ট নভেরা আয়েশা জামান।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×