ইউজিসির সাবেক চেয়্যারম্যান ড. কাজী শহীদুল্লাহ্ মারা গেছেন

ড. কাজী শহীদুল্লাহ্
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫ | ১৭:১৬ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ | ২২:৫৩
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাক্তন চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বুধবার দুপুরে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
কাজী শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া গ্রামের কাজী পরিবারের ছেলে। তাঁর বাবা কাজী মাহবুব উল্লাহ ও মা কাজী জেবুন্নেসা বেগম। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ ও সদস্যসহ কর্মকর্তারা।
ইউজিসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী শহীদুল্লাহ ২০১৯ সালের ২৬ মে প্রথম মেয়াদে ইউজিসির চেয়ারমানের দায়িত্ব গ্রহণ করেন। এর পর ২০২৩ সালের মে মাসে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তবে ২০২৪ সালের ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।