বিসিএসের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান

পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫ | ১৩:১৩ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ | ১৫:৪৭
চলমান বিসিএসগুলোর সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে চাকরিপ্রত্যাশীরা রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন- পিএসসি অভিমুখে লংমার্চ করেছেন। রোববার সকাল ১০টায় শতাধিক চাকরিপ্রার্থী পিএসসির মূল ফটকের সামনে জড়ো হন।
সেখানে তাদের দাবি সংবলিত পোস্টার-ব্যানার তুলে ধরে অবস্থান কর্মসূচি পালন করেন। বিসিএস প্রার্থীবৃন্দ আয়োজনে ‘জুলাইয়ের অঙ্গীকার, বিসিএস-এর সংস্কার’ শীর্ষ একটি এক ব্যানারে ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে শেষ ও চলমান বিসিএসগুলোর সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করা হয়।
অবস্থান কর্মসূচি শেষে পিএসসির চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেন ৪৪, ৪৫, ৪৬ বিসিএস প্রার্থীরা। এতে তারা কয়েকটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো-
৪৪তম বিসিএসের রোডম্যাপ: বাকি থাকা ভাইভা-প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করতে হবে। মে, ২০২৫ এর মধ্যে ভাইভা শেষ করতে হবে। জুন মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রদান করতে হবে।
ক্যাডার ও নন-ক্যাডারে পদসংখ্যা বৃদ্ধি: নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিল করতে হবে। ৪৪তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডারে পদসংখ্যা বৃদ্ধি করে ভাইভা-উত্তীর্ণ সবাইকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশ: ৪৪তম বিসিএসের চূড়ান্ত রেজাল্ট শেষে ৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশ করে ৪৫তম ভাইভা দ্রুত শুরু করাতে হবে এবং তা ২০২৫ সালের ডিসেম্বরের আগে শেষ করতে হবে। ৩১ জানুয়ারি, ২০২৪- এ ৪৫তম লিখিত শেষ হয়েছে।
৪৬তম লিখিত পরীক্ষা: ৪৪তম ফাইনাল রেজাল্ট ও ৪৫তম লিখিত রেজাল্ট দিয়ে, তারপর ৪৬তম লিখিত পরীক্ষা আয়োজন করতে হবে।
৪৭তম প্রিলি পরীক্ষা: ৪৬তম বিসিএস লিখিতের অন্তত দুই মাস পরে ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে হবে।
- বিষয় :
- বিসিএস
- পিএসসি
- লংমার্চ
- চাকরিপ্রত্যাশী