ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘অন্নপূর্ণা-১’ জয় করে বেজক্যাম্পে বাবর আলী

‘অন্নপূর্ণা-১’ জয় করে বেজক্যাম্পে বাবর আলী

পর্বতারোহী বাবর আলী। ছবি: মাকালু অ্যাডভেঞ্চার

সারোয়ার সুমন, চট্টগ্রাম

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ | ০২:০৯ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ | ০৫:৫৬

হলুদ রঙের জ্যাকেটে মোড়া বাবর আলীর পেছনে ধবধবে সাদা বরফ। আর সামনে কালো রঙের একটি ব্যাগ। তার পাশে লাল সবুজের একটি পতাকা হাতে বসে আছেন তিনি। চোখে রোদ চশমা। মুখে লেগে আছে চিরচেনা সেই হাসি। ৮ হাজার ৯১ মিটার উচ্চতার পর্বত অন্নপূর্ণা-১ এর চূড়ায় ওঠা বাবর আলীর এমন একটি ছবি পেজে প্রকাশ করেছে ভার্টিকাল ড্রিমারস; বাবরের স্বপ্নের সারথি হিসেবে আছে যারা। চরম বিপজ্জনক অন্নপূর্ণা-১ এর চূড়া বাবর জয় করেছেন সোমবারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর নিরাপদে তিনি ফিরেছেন বেজক্যাম্পেও। সেই তথ্য তুলে ধরে ভার্টিকাল ড্রিমারস লিখেছে, ‘সেই মাহেন্দ্রক্ষণের ছবি, সেই গর্বের লাল-সবুজ হাতের ছবি; যার জন্য এত অপেক্ষা’।

পাহাড়ের চূড়ায় উঠা প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলী এই কৃতি গড়েছেন সোমবার। তবে মঙ্গলবার সন্ধ্যায় বেজক্যাম্পে নিরাপদে ফিরে এসে চিন্তামুক্ত করেছেন তিনি পুরো বাংলাদেশকে। গত বছর ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বাবর আলী জয় করেছেন এভারেস্টের চূড়া। একই অভিযানে প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেছেন তিনি আরেক পর্বত লোৎসেও।

বাবর আলীর অন্নপূর্ণা-১ পর্বতশীর্ষে আরোহণ এবং বেজক্যাম্পে নিরাপদে ফেরার খবরটি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। ভার্টিকাল ড্রিমারসও তাদের পেজে এ-সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন।

যেভাবে শুরু হলো এবারের মিশন

অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান জানান, উচ্চতার দিক থেকে অন্নপূর্ণা-১ বিশ্বের দশম পর্বত। কিন্তু মৃত্যুর হার বিবেচনায় এটি বিশ্বের অন্যতম ‘বিপজ্জনক পর্বত’ হিসেবে পরিচিত। হিমালয় পর্বতমালার সেই বিপদকেই জয় করেছে চট্টগ্রামের ছেলে বাবর আলী। দুর্গম অন্নপূর্ণা-১ পর্বতকে জয় করতে গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে গেছেন বাবর আলী। প্রস্তুতিমূলক কাজ শেষ করে কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ পৌঁছান অন্নপূর্ণা বেজক্যাম্পে। সেখানে একদিন বিশ্রাম নেন। এরপর উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প-১ এ (৫২০০ মিটার) দুই রাত এবং ক্যাম্প ২-এ (৫৭০০ মিটার) এক রাত কাটিয়ে আবার ২ এপ্রিল নেমে আসেন বেজক্যাম্পে। সোমবার সকালে তিনি পর্বতশৃঙ্গে পৌঁছান। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নিরাপদে ফেরেন তিনি বেজক্যাম্পে। সেখানে বাবরের সঙ্গে আছেন গাইড ফূর্বা অংগেল শেরপা।

ফের প্রথম হলেন বাবর আলী

বাবরের আগে আরও পাঁচজন এভারেস্ট জয় করেছিল। ২০১০ সালের ২৩মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহীম। ২০১১ ও ২০১২ সালে দু’বার এভারেস্ট জয় করেন এম এ মুহিত। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন জয় করেন এভারেস্ট। ২০১৩ সালের ২০ মে এভারেস্ট জয় করে নামার পথে মারা যান সজল খালেদ, যিনি পঞ্চম বাংলাদেশি হিসেবে পর্বত জয় করেছিলেন। সেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর গত ১১ বছরে আর কোনো
বাংলাদেশি এভারেস্টের পথ মাড়াননি। 

১১ বছর পর ২০২৪ সালে আবার বাবরের হাত ধরে লাল-সবুজের পতাকা উড়েছে এভারেস্টের বুকে। তবে অন্নপূর্ণা-১ জয় করে এবারে প্রথম বাংলাদেশি হওয়ার গৌরবটা নিজের করে নিয়েছেন বাবর আলী। 

প্রসঙ্গত, একই অভিযানে মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসের চূড়ায় উঠতে পারেনি কোনো বাংলাদেশি। এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ পর্বতশৃঙ্গ ২৭ হাজার ৯৪০ ফুট উচ্চতার লোৎসেও শেষ পর্যন্ত স্পর্শ করেন বাবর আলী। যেখানে এখনও পর্যন্ত পদচিহ্ন পড়েনি কোনো বাংলাদেশির।

আরও পড়ুন

×