ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন 

গাজায় গণহত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন 

গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ | ২২:৪০

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি রাশেদুল হক ও নির্বাহী সদস্য আবদুল্লাহ মজুমদার।

শহিদুল ইসলাম বলেন, ইসরায়েল মানবতার শত্রু। তাদের মোকাবিলায় বিশ্বের মুসলিম নেতাদের এক হতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সহসভাপতি মীর সুজন হোসেন, মো. বাবল ইসলাম, ইমরান হোসেন, মীম মাসকর শহিদুল, আসাদ, আমির হোসেন, আ. রহমান, আবু বকর, জুনায়েদ এনাম বকুল প্রমুখ।

আরও পড়ুন

×