কোর কমিটির সভা
পুলিশের বেহাত অস্ত্র উগ্র গোষ্ঠীর হাতে যাওয়ার শঙ্কা

ফাইল ছবি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ | ০১:৫১ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ | ০৬:৩১
পুলিশের চার হাজার ৩৭৩ অস্ত্র উদ্ধারের পরও বেহাত রয়েছে ১ হাজার ৩৭৭টি। সন্ত্রাসী, পার্বত্য এলাকার বিচ্ছিন্নতাবাদী, উগ্র গোষ্ঠী, সুযোগসন্ধানীসহ অপরাধ জগতে চলে যাওয়ার আশঙ্কায় এসব অস্ত্র উদ্ধারে আলাদা অভিযানে সরকারের অগ্রাধিকার রয়েছে।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও পুলিশ মহাপরিদর্শক এবং বিভিন্ন বাহিনীর প্রধান সভায় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে। সভায় উপস্থিত ছিলেন এমন ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেছেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযানের তারিখ চূড়ান্ত হয়নি। তবে শিগগির অভিযানের রূপরেখা ঠিক করা হবে। অভিযানের আগে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ +চলবে। এসব অবৈধ অস্ত্র কারা, কীভাবে ব্যবহার করছে বা গোপনে হেফাজতে রেখেছে, তা চিহ্নিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লুণ্ঠিত অস্ত্রের পাশাপাশি অন্যান্য অবৈধ অস্ত্রের খোঁজ নেওয়ার বিষয়ে আলোচনা হয় সভায়।
সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, কোর কমিটির বৈঠকে ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর বিষয় উঠে আসে। এ ছাড়া কক্সবাজার সীমান্ত দিয়ে যাতে মাদক দেশে আসতে না পারে, সেদিকে নজরদারি বাড়ানোর কথা বলা হয়। মাদকের মামলা দ্রুত নিষ্পত্তিতে জোরালো পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর বিভিন্ন থানা-ফাঁড়ি, পুলিশ বক্সে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ সময় বিভিন্ন রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগানসহ ৫ হাজার ৭৫০ অস্ত্র লুট হয়, যার মধ্যে গতকাল পর্যন্ত উদ্ধার করা হয়েছে চার হাজার ৩৭৩টি।
সংশ্লিষ্টরা বলছেন, আগ্নেয়াস্ত্র বেশিদিন বেহাত থাকলে তা অপরাধ জগতে চলে যেতে পারে। এতে জনজীবনের নিরাপত্তায় হুমকি বাড়তে পারে।
পুলিশ সদরদপ্তর বলছে, ৬ লাখ ৫১ হাজার ৮২৬টির মধ্যে এখন পর্যন্ত চার লাখের মতো গোলাবারুদ জব্দ করা হয়েছে। বেহাত রয়েছে আড়াই লাখের বেশি গোলাবারুদ।
সম্প্রতি বিভিন্ন অপরাধে এসব অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং থানার ঝরনাপাড়ায় অভিযান চালিয়ে ১৬ রাউন্ড গুলি, এক রাউন্ড রাবার বুলেটসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি ডবলমুরিং থানার চৌমুহনীর চারিয়াপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ একটি এলজিসহ তিনজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া শহরের শাহীন একাডেমি এলাকা থেকে ফেনী মডেল থানার খোয়া যাওয়া অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হয় মো. রুবেল নামে এক যুবক।
- বিষয় :
- অস্ত্র জব্দ