ঢামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটির অভিষেক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন সভাপতি ডা. আরিফ হোসাইন ও সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল নোমান-সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০৮:২২
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ২০১৯-২০ মেয়াদের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ডা. আরিফ হোসাইনকে সভাপতি এবং ডা. আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপস্থিতিতে এ কমিটির অভিষেক হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ২১৫ জন ইন্টার্ন চিকিৎসক কর্মরত আছেন। তাদের সবার সম্মতিতে ২৯ অক্টোবর এ কমিটি গঠন করা হয়। আমাদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন স্যার এ কমিটির অনুমোদন দিয়েছেন।’
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ইচিপ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান আবুল কালাম আজাদ এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। এছাড়াও নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব ডা. এম এ আজিজ এবং স্বাচিপ সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী।
৩৯ সদস্য বিশিষ্ট নবগঠিত ইচিপ কমিটির সব সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৭১তম ব্যাচের শিক্ষানবিশ চিকিৎসক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
- বিষয় :
- ঢামেক
- ইন্টার্ন চিকিৎসক পরিষদ